কবিতা- সেদিন গাল ছুঁয়েছিলে…

সেদিন গাল ছুঁয়েছিলে…
-অমল দাস

 

সেদিনের মত আজ আবির ছিলনা তোমার হাতের তালুতে
আজও ছিলে তেমনই সতত স্বাধীন —আভিজাত্য ভুলে।
সেদিন গাল ছুঁয়েছিলে…
আজ ঠোঁট ছুঁয়ে গেল তোমার আঙুলে।
কোন উষ্ণতা নয়, এ যেন এক নিবিড় শান্তির ছায়
তোমার চুলের বাসরে।
যে বাসর-সুরার আসর নিয়ে কেটে যায় পাগলের দিন।

তুমি কঙ্কণ উপকূল থেকে কিঙ্কিণী পায়ে এসেছো
—হৃদয়নগরের কোনও প্রান্তিক গ্রামে!
এ গাঁয়েই পাহাড়ি পাতার আড়ালে আমার কুটির
কুরুক-ফুলে ঘেরা পথ —মেঘেদের ঘনঘটায় ডানাদের ভিড়
একদিন এসো প্রভাতের ঝর্ণা ধারায় আঁচল ভিজিয়ে
—আমার পাথুরে গহ্বরে।
রোমহর্ষ কুপির আলোকিত স্নানে
পৃষ্ঠ-দেয়ালে তোমার মতন করে টেনে দিও শিল্পীর দাগ
দাগে দাগে তোমারই প্রতিচ্ছবি —আমি আজন্মকাল।

Loading

6 thoughts on “কবিতা- সেদিন গাল ছুঁয়েছিলে…

  1. ভেসে আসে মনে, ভাসা ভাসা কথা।
    বর্ণনা মুখর অনন্য প্রকাশ।

Leave A Comment