গোবর্ধন
সুবিনয় হালদার
বলি-ও- জনগণ গোবর্ধন
বুঝবে কবে শুনি ?
ভুল বুঝিয়ে গুল খাইয়ে
আখের গছায় বামী
খাচ্ছে শুধুই ননি !
চোখের সামনে হচ্ছে যেটা
একেবারেই যা-তা
আসল কথা নয়তো সেটা
ফলছে হাতে-নাতে,
যোগের সঙ্গে বিয়োগ পালা
ভাগের বেলায় মন্দ বেটা
গুণ করে জাল বুনি ;
ভাত পায়না বাণী !
বলি- ও সভ্যতা যাচ্ছ কোথা
জনার্দনের জন্য হেতা
অনেক কিছুই পাবে ;
হাতে লক্ষ্মী পাচ্ছে ভাতা
তুমি বললেই হবে ?
নাক সিটকে গাল ফেটকে
চোখ বুজিয়ে হুড়মুড়িয়ে
নিজেই শুধু খাবে ?
এখানে সব ক্লান্ত ভাবে
ভ্রান্ত মনে শান্তির সাথে থাকে
উদভ্রান্তের মতো চলে ;
ফুসফুসীয়ে কানভাঙালেই হবে ?
ধীরে-ধীরে হচ্ছে ঠিক
যদিও অনেক বেঠিক
তবুও দেখি-,
ধিকধিকিয়ে আগের চেয়ে
সারছে চতুর্দিক ;
ও-জনগণ- গোবর্ধন
একটু তোল শির ।।