Site icon আলাপী মন

কবিতা- জ্বালাও তোমার আলো

জ্বালাও তোমার আলো
-শিলাবৃষ্টি

 

 

সিঁদুরে চন্দনে মাগো !
সাজাই তোমার পট,
আম্রপল্লব দিয়ে …
পেতেছি মা’র ঘট।
চালপিটুলির আলপনাতে
সাজলো গেহখানি,
পায়ে পায়ে এসো ঘরে
ওগো লক্ষ্মীরাণী ।
নববস্ত্র পানসুপুরি ,
নারকেল আর চিড়া,
ভুবনমোহিনী রূপে মাগো
জগৎ আলো করা।
সব কালোকে দূর করো মা
তোমার আশীর্বাদে,
ঘরে ঘরে জ্বালাও আলো
কেউ যেন না কাঁদে।
আজো কেন দুধের শিশু
মরে ক্ষুধার জ্বালায় !
গরীব কেন এই সমাজে
অবহেলাই পায় !
মাগো ,তুমি তাদের দেখো
ঘুচাও যত কালো ,
পঞ্চপ্রদীপ সাজিয়ে দিলাম-
জ্বালাও তোমার আলো

Exit mobile version