কবিতা- দূরন্ত বেলা অবেলায়

দূরন্ত বেলা অবেলায়
-শ্রী শুক্রাচার্য্য

 

 

বিশাখার বিজলী গল্প বলেছে,
সমন্বয় খেলা ছলে…
লগ্ন চলেছে তরঙ্গিনী স্রোতে,
অলীক বহ্নিশিখায় হৃদয় জ্বলে…
চৈতন্য ডুবায় চঞ্চল শর্বরী,
ত্রিনয়ন অস্থিরতা জোনাকির মতো…
শূন্য অর্ণব বিতানে আলো ছায়ার ঢেউ,
জন্মের উত্তর যোনী কুন্ডে আহত…
যন্ত্রনার শিক্ষা বিগলিত আমন্ত্রণে;
সাড়া দেয় খামখেয়ালী মন…
বিষন্নতার আকাশ রামধেনু অভিমানে,
রং হারিয়েছে কে জানে কখন…

Loading

Leave A Comment