Site icon আলাপী মন

কবিতা- ভালোবাসার রাত

ভালোবাসার রাত
-সুনির্মল বসু

 

 

নারকেল গাছের ফাঁকে রূপসী চাঁদ ভেসে যায়, দূরের নক্ষত্রেরা চেয়ে থাকে, রাত জেগে থাকে, নিঝুম প্রকৃতি চেয়ে থাকে,
আমার চোখে ঘুম নেই, আমি জানি, আজ সারারাত তুমিও জানালার কাছে জেগে আছো,
পাহাড়িয়া বাংলোয় তোমার ঘরের আলো জেগে আছে,
সেগুন মঞ্জরীতে কোয়েল পাখির ডাক শোনা যায়,
আলো-আঁধারিতে প্রকৃতির লোক যেন থমকে আছে,
শিরীষ বনে হাওয়ায় দোলা, ঝাউবনে মৃদুল বাতাস,
তুমি কি জানালায় বসে আমার কথা ভাবছো,
কী আশ্চর্য,
আমি কেবল তোমার কথাই ভেবে চলেছি,
তোমার কাজল কালো চোখ, ঢেউ খেলানো কেশরাশি মনে পড়ছে,
মনে পড়ছে, তোমার ঢেউ খেলানো বাহারী শাড়ির জরির আঁচল, কপালে সবুজ রঙের টিপ,
রমেশ পালের দুর্গার মতো মুখের হাসি,
এখানে সময় থমকে থামুক, ভালোবাসার রাত বিনিদ্র জেগে থাকুক,
দূরে ঝরনার জলে রাত পরীরা উড়ে যাক,
অরণ্য পাখির গানে বাতাস মুখরিত হোক,
পাহাড়িয়া বাংলো থেকে সমতল ভূমি এই গোপন ভালবাসাকে স্বাগত জানাক,
একদিন পৃথিবীতে আমি তুমি থাকবো না,
এই রাতটাও মুছে যাবে,
কিন্তু রাতের স্মৃতি সারা জীবন জীবনের পরতে পরতে জড়িয়ে থাকবে,
বহুদিন পরে, কোনো নতুন প্রেমিক প্রেমিকা এসে বলবে,
দ্যাখো, কেমন করে ভালবাসাকে বাঁচিয়ে রাখতে হয়,
দ্যাখো, কিভাবে দুজনের ভালোবাসা চাঁদনী রাতে
সারা জীবন স্বপ্নের মতো জেগে থাকে,
আর, প্রতিদিনের জীবনে কিভাবে যে অমল আলো ছড়িয়ে যায়।

Exit mobile version