কবিতা- জেগে থাকে

জেগে থাকে
-সুমিত মোদক

মেরুদণ্ড ভেঙে পড়া মানুষ গুলো
সোজা হয়ে দাঁড়াবার ভাবনাটুকুও
হারিয়ে ফেলেছে ;
ধীরে ধীরে হয়ে পড়ছে সরীসৃপ ;
জন্ম নিচ্ছে বিষ থলি …

মহাভারতের দেশে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়
বার বার , আজও …
মানুষের হাড় দিয়ে তৈরি পাশা খেলে ;
সময় যে বড় অসহায় ;

গভীর রাতের বুক চিরে এগিয়ে চলেছে
আলো ছড়ানো মিছিল ;
স্লোগানে স্লোগানে দেহাতি জীবন কথা ;

এ মাটির রাজা শ্মশানের ডোম হয় ;
এ মাটির রাজা বসে বোধিবৃক্ষের নিচে ;
সমুদ্র মন্থন থেকে উঠে আসে গরল , অমৃত ;

আটপৌরে মানুষ গুলো জেগে থাকে
সারা রাত , রাত দিন …
ভেঙে পড়ে না তাদের সোজা মেরুদণ্ড ।

Loading

One thought on “কবিতা- জেগে থাকে

  1. অসাধারন! সময়কে জাপটে ধ’রে বর্তমানের এই প্রেক্ষাপট যেন জীবন্ত হয়ে উঠেছে কবির কাব্যশৈলীতে—-❤️

Leave A Comment