বৈশিষ্ট্য
-সুবিনয় হালদার
জাতির সাথে জ্ঞাতি মিলে
খেলছে রঙের খেলা ;
ভূত ভবিষ্যৎ সব রসাতলে
ভিক্ষা করে দু-বেলা !
বর্তমান যেন লেঙরে চলে
নবীন ক্ষেতে সরষে চাষ,
শিক্ষা ভাঙে যাঁতাকলে
কীটপতঙ্গের পৌষ মাস !
চলছে দৌরাত্ম্য মিষ্টিমুখে জয়
সৃষ্টিসুখে উল্লাসে ভয়
বিকিয়ে গেলে ভালো ;
না-দিলে সব নিকিয়ে নেবে
দূতেরা কিলো-কিলো !
কণ্ঠ খুললে বন্ধ হবে
ছন্দপতন সুর তাল লয়,
দ্বন্দ্ব মনে যাত্রা ভঙ্গ
জনস্রোতে নিশ্চয় !
ভুল বুঝিয়ে আখের গোছান
তোমায় দিয়ে উচ্ছিষ্ট,
কলুরবলদ গাধা হয়ে ঘুরে যান
এটাই ওদের বৈশিষ্ট্য ।