তুমি কি বোঝোনা
-গৌতম কুমার রায়
তুমি বোঝো আর নাই বোঝ
আমি নীরবে ভালোবেসে যাবো
সূর্যের মতো আমার ভালোবাসা
যতই মেঘে ঢাকুক না কেন
আবার সূর্য হাসবেই।
এত ভালবাসি যারে মাঝে মাঝে সে
এমন সব কথা বলে বসে
ভাবি সে কি আমার ভালোবাসা!
জানিনা সে আমায় কি ভাবে
তবে আমি তো তারে ভালবেসেছি হৃদয় থেকে।
মোর যত ভালোবাসা ছিল
উজাড় করে দিয়েছি তারে
সে কি বুঝতে পারে না একবারও?
ভালোবাসলে ব্যাথা দিয়ে যায় বুকে।
নীরবে সহ্য করে যেতে হয় আঘাত
এ আঘাত বোঝাই কি করে।