Site icon আলাপী মন

কবিতা- ঠোঁটকাটা

ঠোঁটকাটা
-সুবিনয় হালদার

সব জিনিস দেখতে পাওয়া
সব জিনিস শুনতে পাওয়া
নিজেকে নিজে এক-বুক নদী কষ্টে হাবুডুবু খাওয়ার সামিল !
সেই সঙ্গে শত্রুর সংখ্যা অহেতুক বৃদ্ধিতে জীবন্ত আত্মাকে চক্রবূহ্যে ঘেরাটোপে আবদ্ধ করে,
নিজেকে কাঁটাতারে টুকরো-টুকরো ক্ষতবিক্ষত রক্তক্ষরণে ভাসানো !
বিশেষ করে যদি আপনি সব কিছু বুঝতে পারেন-
ধরে ফেলতে পারা- অনুভব করতে পারার বিলুপ্তপ্রায় শ্রেণীর অংশ হয়ে থাকেন,
তাহলে আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই-
এই বলে দিলুম ।
এরপরও যদি আপনি ঠোঁটকাটা হন
সবার সামনে সত্য বিবেককে মান্যতা দিয়ে অকপট ভাবে ভাব-ভালোবাসা দেখিয়ে কণ্ঠ চর্চা করেন-,
তাহলে জানবেন আপনার মহাপ্রস্থানের দিন আগত !
এর জন্য অবশ্যই আপনার জন্য একটা পুরস্কার জুটবে-
তা হলো- তিরস্কার কিংবা উপহাস !
সে আপনি মানুন আর নাই মানুন ।
তাই আগ-বাড়িয়ে প্রতিকূলগামী না হয়ে অনুকূল-গামী হয়ে মচ্ছবে সামিল হোন আর কৃষ্ণ ভজন করুন ;
দেখবেন মানসিক শান্তি পাবেন
“যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগায়না,
যে ভালোবাসার তোমারে ভুলিবো সে ভালোবাসায় ভোলায়না “

Exit mobile version