কবিতা

কবিতা- তমসার ব্রীড়া

তমসার ব্রীড়া
-শুক্রাচার্য্য…

চন্দ্রিমা প্লাবিত সলিলে চিত্তের তরণী
যত স্বপ্ন সে স্রোতে ভেসে যায়…
অলির গুঞ্জনে শরমের অভিষেকে
অপলক শির নিশিথের ন্যায়…
হিমিকার বিন্দুর মতো স্মৃতি যত
চিত্তের সায়াহ্নে মালা গেঁথে…
হৃদয়ের সোপান তলে জলধির তরঙ্গ
চিত্তের শ্বশ্মানে মৃত্যু বেঁধে…
চারুতার আমি কালিমাখা লজ্জা
অপছন্দের চেনা অচেনা লগ্নে…
কৌমুদী রজনী চলে গেল সেদিন
নির্ভুল রুদ্রাণী নিপুণ আচরণে…
ঝটিকার বারি চূর্ণ বিচূর্ণ করেছে
কত শত ভাবনা না জানি…
জন্ম অসমাপ্ত মৃত্যুর নাহি অন্তিম
কায়া শুধু চিতার ফুলদানি…

Loading

Leave A Comment

You cannot copy content of this page