গল্প

গল্প- খোঁজ

খোঁজ
-অজয় বিশ্বাস

        রমেনবাবু। রমেন রায়। বেশ কয়েক বছর ধরেই তিনি বিভিন্ন মেলায় ঘুরে বেড়াচ্ছেন। অস্থায়ী তাঁবুতে থাকেন, আর সন্ন্যাসীদের আখড়ায় ঘুরে বেড়ান।খুঁজে বেড়াচ্ছেন তার ছেলেকে।
      ছোট থেকেই মেধাবী ছিল তার ছেলে। কলকাতায় কলেজে পড়ার জন্য কলেজের হস্টেলে সে থাকত। মাসে একবার বাড়ি যেত। ভালভাবেই পড়াশোনা চলছিল। একবার মাস পার হয়ে দু'মাস হতে চলল।ছেলে বাড়ি যাচ্ছে না। রমেনবাবু নিজেই এলেন খোঁজ করতে। সবাই অবাক। হস্টেলের ছেলেরা বলল, ও তো একদিন গেরুয়া বসন পরে সবাইকে জানাল ও বাড়ি যাচ্ছে। এরপর রমেনবাবু কোনোভাবেই তার ছেলের আর খোঁজ পাননি।
      এবার রমেনবাবু এসেছেন কুম্ভমেলায়। বুকে আশা নিয়ে খুঁজে বেড়াচ্ছেন। এক ভোরে বেদের মন্ত্র উচ্চারণ শুনে তাঁবু থেকে বেরিয়ে এলেন। দেখলেন, সন্ন্যাসীরা বেদের মন্ত্র উচ্চারণ করতে করতে এগিয়ে চলেছে। সকলেরই অল্প বয়স। সবাইকেই তার মনে হল, এরা সবাই তো তারই ছেলে। 

Loading

Leave A Comment

You cannot copy content of this page