Site icon আলাপী মন

কবিতা- অচেনা

অচেনা 
-তমালী বন্দ্যোপাধ্যায়

কতো কতো চেনা মুখ,
চেনা কতো কতো নাম,
ভুলে যাওয়া নাম হয়ে,
ভুলে যাওয়া মুখ হয়ে,
অচেনার মত স্মৃতিতে হারায়।
কেউ আর খোঁজ রাখে না তাদের…
মনে আর পড়ে না তারা।

সময় ব্যস্ততা দিয়ে মুছে দেয় অতীতকে।
হয়তো বা অতীত নিজেই নিজেকে দেয় মুছে।

ভেবে দেখি,কতকাল নিজেরই নিজেকে হয়নি যে খোঁজা।
ডাকনামগুলো আজ অচেনা।
এলোমেলো হাওয়া,
ঝরে যাওয়া পাতা,
শুধু জুড়ে থাকে মনে…অচেনার মত।

কখনও অলস সময় ছায়াময় মায়াতে জড়ায়।
স্মৃতিপটে ভেসে ওঠে আবছা আলোয় হারানো সে মুখ।
মনে পড়া কথাদের ভিড়ে ব্যথারা ছোঁয়াচে।

স্মৃতির মিনারে স্বপ্ন আটক।
উথাল-পাথাল মন সুখের আশায়,
সাজায় রঙীন ছবি…ছেঁড়া মাস্তুলে।
সময় ফুরোলে, ফেরার সময় হ’লে,
একা মন হিসেব মেটায়।
লিখে রেখে যায় নতুন দিনের গান।
জল থইথই চোখে, ধুলোমাখা পথে
হাঁটতে হাঁটতে ক্লান্ত চরণ,
বিশ্রাম চায়।
অনন্ত বিশ্রাম।।

Exit mobile version