অণু কবিতা

অণু কবিতা- পথের আড়ালে

পথের আড়ালে
-অজয় বিশ্বাস

পথ পড়ে থাকে পথের মত
পথকে চিনে নিতে হয়

পথ কাউকেই ধরা দেয় না
পথ নিজেই পথ চেয়ে থাকে
কখন পথিক আসবে

তবে সবাই পথিক হতে পারে না
পথের ভালোবাসায় যে
পা বাড়ায়
পথ তাকেই ডেকে নেয়
এখন প্রশ্ন পথকে কতটা
ভালোবাসতে হবে

আসলে এটাই গুরু-শিষ্যের
সম্পর্কের মত।

Leave A Comment

You cannot copy content of this page