
কবিতা- সাধের জীবন
সাধের জীবন
–তমালী বন্দ্যোপাধ্যায়
সেইদিন নির্দিষ্ট কিছুটা মাপা সময়…
নির্দিষ্ট কিছু মাপা সুখ-দুঃখকে নিয়ে প্রথমবার পা দেওয়া এই অবাক করা পৃথিবীতে।
বড় হতে হতে মনে আশা…
সুখ-শান্তি,আয়াসে কাটিয়ে দেওয়া যাবে সারাটা জীবন।
জীবনে থাকবেনা কোনো দুঃখ,কষ্ট, দায়িত্বের বোঝা।
শুধু পানসি তরীতে চেপে সুখের সমুদ্রে ভেসে বেড়ানো।
আহা সত্যিই যদি এমন হ’তো!
কোথা থেকে হিংসের ঝড়,দামাল দ্বন্দ্বের অতর্কিত হানা, মিথ্যা রেষারেষি, লোভের প্রতিযোগিতায়…বেসামাল সাধের জীবন।
জীবন কবে বুঝতে শিখেছে…
সুখের থেকে স্বস্তি ভালো।
কিন্তু সেটুকু পাবার অবকাশও দেয়না সময়। ছুটিয়ে নিয়ে চলে দুরন্ত ঘূর্ণির বেগে।
যা পেতে চেয়েছিলে…হয়নি পাওয়া,যা করতে চেয়েছিলে তাও করা হয়নি। এমনকি সুখ,দুঃখগুলোও সেই মেপে আনা,কিছুমাত্র বেশী-কম নয়।
থাক ‘না ওসব মিথ্যে হিসেব…তার চেয়ে ভালোবাসার বন্ধনে বেঁধে বেঁধে থেকো একটা জীবন।

