
মুক্তগদ্য- ঝিনুকের বুকে মুক্ত
ঝিনুকের বুকে মুক্ত
-পারমিতা চ্যাটার্জী
মাঝে মাঝে মনে হয় হারিয়ে গেছি
বিস্মৃতির অন্ধকারে অতল গহ্বরে
কে যেন ডাক দিয়ে যায় শুনছ কোথায় তুমি
মন জেগে ওঠে বাস্তবের মাটিতে
আবার শুনি অব্যক্ত কণ্ঠস্বর
এখনও সবুজ আছে সব ধূসর হয়ে যায়নি
মরুভূমির রুক্ষ উত্তপ্ত বালিতেও আছে গভীর কুয়ো
সে একটু হলেও তৃষ্ণার জল দেয়
এখনও আকাশ সোনালী রোদে ঝলমল করে
এখনও বসন্তের কোকিল ডাকে
তুমি কেন দেখতে পাওনা উন্মুক্ত সন্ধ্যা আকাশে লক্ষ কোটি তারাদের মালা
যারা আলো দিয়ে যায় তোমার নীরবতার কোণে
কেন তুমি পূর্ণিমা রাতকে ভয় পাও
কেন শুনতে চাও না আর ভালোবাসার কথা
সাগরের ঢেউ কি ডাকে না তোমায় আর
সবই যদি দূরে সরে যায় একলা পথে হেঁটে যেতে পারবে তো
একদিকে সাগর অন্যদিকে মরুভূমি এটাই তো বাস্তব
নাই বা হাঁটলে আর মরুভূমির কাঁটা গাছের আগাছার জঙ্গলে
ছুটে যাও সাগরের বুকে আছড়ে পড়ছে ঢেউ বালুকাময় বেলাভূমিতে
হলই বা এখন অবেলা তবুও তো ডেকেছে সমুদ্র
বিস্তারিত অন্ধকার থেকে বেড়িয়ে এবার কুড়িয়ে নিতে হবে সাগরপারের ঝিনুক
হয়তো কোন ঝিনুকের বুকে মুক্ত লুকিয়ে আছে এই দীর্ঘ প্রতীক্ষিত জীবনের দরজায়।

