লাশ – সুব্রত আচার্য্য লাশ ভেসেছে ! লাশ ভেসেছে ! খবরটা ছড়িয়ে পড়ে বাতাসের গতিতে , শহর থেকে গ্রামে। গ্রাম তখন ঘুমিয়ে ছিল। সারাদিনের ব্যস্ততা , যানজট , কোলাহল তারপর রবিবার , ছুটির দিন , একটু দেরিতে ঘুম ভাঙবে শহরের। ততক্ষণে কাগজে- কাগজে , চায়ের দোকানে , পাড়ার রকে ছড়িয়ে পড়েছে খবরটি। আমরা খবর পেতেই […]
Recent Posts
কবিতা- বসন্ত বিলাপ
বসন্ত বিলাপ -পাপিয়া ঘোষ সিংহ কবিতার ছন্দ আজ পথভ্রষ্ট গতিপথ হারিয়েছে শব্দতরঙ্গ। ভালোলাগা,ভালোবাসা বনবাসে আজ মাতৃ হারা অসহায় শাবক বিহঙ্গ। খুশি গুলো মুখঢেকে দূরে গেছে চলে, হাসি গান কেড়েছে এ বিষম সময়, কথাকলি কথা খোঁজে, রাতদিন ধরে শূন্যতা এ জীবন জুড়ে ছেয়ে রয়। বসন্তবিলাপ করে, দেয় যেন শীতের কামড় সুমিষ্ট কুহুতান হয়না তো কর্ণগোচর, দূর […]
গল্প- একা’দশী তিথি
একা’দশী তিথি-সুবিনয় হালদার চতুর্থ প্রহর শেষে ঊষালগ্নে উদ্ভাসিত হতে থাকে পৃথিবী।নিশি সমাপন মুহূর্ত জানান দেয় পাখিদের সমবেত কিচিরমিচির ডাক আর আজানের আওয়াজ।মা’ ষষ্ঠীর শঙ্খধ্বনিতে সকাল-সকাল তড়িঘড়ি বিছানা ছেড়ে তৈরী হয়ে নেয় একা’দশী, আজ তার আর্য্য-ভূমিতে সংস্কৃতি যজ্ঞের পৌরোহিত্য করতে হবে।সেখানে তার পরিচিত বহু মানুষজন আসবে, নমোনমো দুগ্গাদুগ্গা করে আত্মপ্রত্যয়ে বেড়িয়ে পরে একা’দশী। সেখানেই […]
কবিতা- কথা ছিল না
কথা ছিল না-সুনির্মল বসু গভীর রাতে সরল বস্তি কাঁদে, গভীর রাতে যে মেয়েটি একলা ঘরে ফেরে,এ শহর তাঁর দিকে কখনো সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি, গভীর রাতে যে বেকার যুবক চাকরির সন্ধান করে একবুক হতাশা নিয়ে খালি হাতে ঘরে ফিরেছে,এশহর তাঁর ফিরেচেয়ে দ্যাখে নি, গভীর রাতে চাঁদ, নীহারিকা মন্ডল চেয়ে দ্যাখে,গভীর রাতে কেঁদে […]