ঘোষণা
-
দ্বিতীয় পর্বের চলার পথে
সুধী,
বিধির বিধানে হঠাৎ করেই থেমে যাওয়া… যাঁরা আলাপী মন-এর বড়ো কাছাকাছি তাঁরা থেমে যাওয়ার কারণ জেনেছেন বা জানতে চেয়েছেন তাঁদের কাছে নতুন করে কিছুই বলার নেই- তাঁরা তো মনের মানুষ। তাঁদের মধ্যে কেউ কেউ আবার আলাপী মন-এ ফিরে আসতে অনুরোধ করেছেন। পারিনি, চূর্ণবিচূর্ণ মনটা এক জায়গায় জড়ো করতে পারিনি- তবুও প্রিয় মানুষগুলির অনুরোধ, জিজ্ঞাসা- একসময় ভাবতে বাধ্য করলো আলাপী-মন তো আমার আর এক পরিবার। ভুলে ছিলাম কি করে আমার ভীষণ সাধের ‘স্বজন সাথী’ নামটি, এ বোধহয় এক অপরাধ। কিন্তু ওই যে বললাম মনটাকে জড়ো করতে পারিনি এখনও, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, অনেক কিছুই মনে পড়ে না, বেদনাদায়ক যেটুকু মনে পড়ে তা আরও বিক্ষিপ্ত করে দিয়ে যায় চলার পথ, মনের রশি। তাও প্রিয়জনদের ইচ্ছেকে মান্যতা দিতে আর একবার চেষ্টা করি, দেখি পারি কি না! যদিও পারা বা না পারা সবটুকুই বিধির বিধান। দ্বিতীয় পর্বের চলার পথে প্রিয় মানুষগুলির সহযোগিতার হাত মসৃণ করবে চলার পথ- এই আশা রাখি।
শুভেচ্ছান্তে,
আলাপী মনWhatsApp নম্বরটি খেয়াল রাখবেন (8910423337)