হেমন্তিকা-শিলাবৃষ্টি বঙ্গের এই রঙ্গশালায়নটরাজের নাচন…ছয়টি কালের আসা যাওয়ামনের মাঝে মাতন ।ঢাকের বাদ্যি ,শিউলি শালুকশরৎ সুবাস শেষে,বৈরাগিনী হেমন্তিকাআসলো মৃদু হেসে ।হিমেল আবরণে আজঘোমটা খানি টেনে —দুহাত ভরে দিয়েই গেলেস্ব- স্নিগ্ধ নয়নে ।খেটে মরে চাষি সারা দিনভরবারোমাস জলেরোদে,মুখের আহার জোগায় তারামেটায় পেটের খিদে।হেমন্তে এসে উৎসবে মাতেহাতে হাতে ধান কাটে,স্বর্ণ ফসলে ভরে দেয় গোলাআনন্দ মাঠে বাটে […]
ছলনায় মঙ্গল
ছলনায় মঙ্গল-রীণা চ্যাটার্জী সুধী,“দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখিসত্য বলে আমি তবে কোন পথে ঢুকি?” ক্রমে পেরিয়ে যায় পরীক্ষার চৌকাঠ, পরে কাউকে অভ্যাস করতে দেখলেই মন ঠিক একবার মনে মনে আওড়ে নেয়। কিন্তু দ্ধার কি খোলে? মনে হয় না। তাই সত্য আজও বাইরে অপেক্ষায়। আমাদের সমাজের কান্ডারী নেতাদের, আপাতদৃষ্টিতে নজরে আসা বুদ্ধিজীবীদের দেখে সেই কথাটাই […]