• কবিতা

    সঙ্গী ওরা

    সঙ্গী ওরা
    -তাহিরা ইয়াসমিন

     

     

    যাতনা যত যতন ভরে লালন করি হৃদ ক্ষেতে,
    খোয়াব না কভু ওদের হৃদয় গ্ৰন্থি হতে,
    এক হয়ে আছে চিরতরে ওরা মোর সাথে,
    নতুন বড়ো বেদনা যেন না পারে ছুঁতে।।

    আমার দুঃসময়ের দুখের দিনের সঙ্গী তোরা,
    থাক দুধে ভাতে ,সুখের রাতে আনন্দেতে,
    মুঠো মুঠো ক্ষন হিসেব করে রাখিস ধরে স্মরণে তে,
    অট্টহাসি ভোলাস না গো উপস্থিতি আঁধারে তে।।

    তোরা আমার নোনা জলের মুক্তো ঝরা সুন্দরী,
    সোহাগ ভরে মনের ঘরে রাখি পরম আদরে তে,
    তোরাই আমার সহন সখী, অসময়ের সুকপাখি,
    যাস না ছেড়ে, অনাদরে ক্ষনিক আলোর উলসিতে।

    ওরে আমার নীল খরার রক্তঝরা পাহাড় চূড়া,
    তিল সাজিয়ে তিলোত্তমা আয় না বুকের শূন‍্যেতে,
    তোরাই আমার নীল সীমানা,অন‍্য ক্লেশ আসতে মানা,
    আয়রে সোনা যন্ত্রণা মোর দুখের মাঝে সুখ দিতে।।

  • কবিতা

    যদি খোঁজো

    যদি খোঁজো
    -তাহিরা ইয়াসমিন

     

     

    কভু যদি খোঁজো মোরে অবচেতন চিতে,
    আমারে পাবে তুমি কালো মেঘের রেতে।
    আর যদি চাও কভু শাওনের প্রাতে,
    বুঝে নিও আমি আছি রং ধনুর ভীতে।
    যদি নাহি পাও মোরে তোমাদের সাথে,
    ভেবো আমি হয়ে গেছি শিশিরের মিতে।।

     

    যদি দ‍্যাখো আমি নেই তোমাদের কাছে,
    আয়নায় দেখে নিও কানা ঘষা কাঁচে।
    তোমাদের মনে যদি নাই থাকি বেঁচে,
    তবু দেখো আছি আমি আনাচে কানাচে।
    ফিরে দেখো আছি কিনা তোমাদের পিছে,
    অন্তর দর্শিও ভেবোনা কো মিছে।।

     

    না দেখিয়া মায়া বশে যদি পড়ো শোকে,
    রয়ে গেছি, চেয়ে দেখো তোমাদেরই চোখে।
    কোথা গেল, কেন গেল সুখস্মৃতি রেখে!
    আছি দেখো সাগরের লোনা জল চেখে।
    আমি নাচি মৃদু লয়ে কিশলয় ফাঁকে,
    যেথা হতে মায়ামৃগ সোনা রোদ মাখে।।

     

    গ্ৰীষ্ম গভীর নিদাঘ আছি আঁধী লু তে,
    বর্ষার ঘন রাতে আমি আছি সাথে।
    মিশে আছি শরতের নীল নিলীমাতে,
    পরশিবে মোরে পাবে হৈমন্তী ফসলেতে।
    তোমারে জড়িয়ে আছি কুয়াশা ঘন শীতে,
    মধু মাসে রাঙা ফাগে মিশেছি বসন্তে।।

     

    আমি আছি জাগরণে,ঘুমে অচেতনে,
    বেঁধেছি কুটির মনে গভীর সংগোপনে।
    দেবে ফাঁকি সাধ‍্য কি ফেলিবারে টেনে,
    দোষ যত রোষ ভুলে নিও সবি মেনে।
    অভিসারী চুপিসারে রমণে মননে।
    হব তারা গগনে রব চাঁদনী জোছনে।।

You cannot copy content of this page