এক সপ্তমীর রাতে -নৃপেন্দ্রনাথ মহন্ত মনে আছে এক বৃষ্টিস্নাত সপ্তমীর রাতে নীলফামারির এক শারদীয় পুজোমণ্ডপে প্রথম সাক্ষাতেই পরস্পর মেপে নিয়েছিলাম আমাদের কার বুকে কতখানি ঘ্রাণ জমে আছে। তখন সে ছিলো লোবানের গন্ধমাখা এক কুসুমকলিকা তার সর্বাঙ্গ জুড়ে ছিলো দূরত্বের ঘ্রাণ আমিও ছিলাম অনভিজ্ঞ এক বাগানের মালি অন্যমনস্কতা আর অনভ্যস্ত হাত কাচের মূল্যবান ফুলদানি […]
স্বীকারোক্তি
স্বীকারোক্তি -নৃপেন্দ্রনাথ মহন্ত স্বীকার করছি প্রভু, এই বীতপ্রভ অবয়ব এই প্লুতস্বর আমার।আমারই। এই যে সুনিপুণ হঠকারিতা নির্লজ্জ মিথ্যাচার এই আলোহীনতা অপদার্থের সাম্রাজ্য বিস্তার এসব আমারই কর্মফল। একাত্তর পেরোলো স্বাধীনতা অথচ এখনও আমি নতজানু এখনও আমি অন্যের অধীন এখনও আমার বাড়ির রং মনের গড়ন সবই অন্যের ইচ্ছাধীন। স্বীকার করছি প্রভু,এ আমার পাপ এ আমার দায়।
আমাদের সিংহবাহিনী আছে
আমাদের সিংহবাহিনী আছে -নৃপেন্দ্রনাথ মহন্ত মাগো সিংহবাহিনী, এবার সিংহের পিঠ থেকে নেমে মাটিতে দাঁড়াও আমাদের তো আর কিছু নেই। শুধু তুমি আছো। আমাদের দল নেই, দলতন্ত্র নেই, গণতন্ত্রও নেই। দেব নেই, দেবতা নেই, ভক্ত নেই। শুধু তুমি আছো। তোমার দুপাশে ঘনিষ্ঠ হয়ে আছে দুইমেয়ে- লক্ষ্মী-সরস্বতী। ছেলেরাও আছে। একটু দূরে দূরে। কে জানে তারাও স্বামী মায়াপ্পার […]
আর কবিতা নয়
আর কবিতা নয় -নৃপেন্দ্রনাথ মহন্ত জমি কোথাও পতিত রেখো না এক চিলতেও নয়। শুধু জমি নয় যেখানে যতো ফাঁকা জায়গা আছে বাড়ির উঠোনে, লনে, ছাদে, বারান্দায় মাটিতে টবে কিংবা ঝুলন্ত কার্নিশে ফুটো বালতি, ডেকচি, কড়াই, কাঠের বারকোশে চাষ করো লংকা, ঢ্যাঁড়শ, উচ্ছে, টোমাটো, বেগুন। কী করবে বললে? ফুলের বাগান! কেন হে,এখন এ বিলাসিতা […]
উপরে উঠতে হলে
উপরে উঠতে হলে -নৃপেন্দ্রনাথ মহন্ত উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছো এবার একবার ঘুরে দাঁড়াও, দেখো কটা সিঁড়ি পার হয়ে এলে সঙ্গীরা কে কোথায় দাঁড়িয়ে। তোমার জন্য যারা বানিয়েছে এই এতোগুলো সিঁড়ি কিংবা নিজেরাই সিঁড়ি হয়ে দাঁড়িয়ে রয়েছে একবার ঘুরে দাঁড়িয়ে দেখো তারা কোথায় কতো নীচে পড়ে আছে। এখন বোধকরতে পারছো তোমার একাকীত্ব? […]
প্রেম গৃহহীন
প্রেম গৃহহীন নৃপেন্দ্রনাথ মহন্ত এখুনি এসো না প্রিয়ে,এ যে বড় দুঃসহ দিন সত্য আজ নিরুদ্দেশ, সাহসেরা সকলে উধাও নিঃশঙ্ক কেবল তারা রাবণের যারা অনুচর রামরাজ্যের ভুতেরাও সেখানে মারে বটে দাঁও। তুমি কি জানোনা প্রিয়ে আজ আমি প্রবাসীর মতো নিজ বাসভূমে থাকি।সদাত্রস্ত।মুক্ত সন্ত্রাসীরা চারিদিকে ঘোরেফেরে আতঙ্কের নামাবলি গায়ে দেখায় মায়ের অধিক দরদ মাসিরা- […]