শবর কথা

শবর কথা -সৌরভ দত্ত      মিছিল হয়নি কোনো, ওঠেনি জ্বলে মোমবাতি বিদ্বজন ঘুমিয়ে গিয়েছে। শ্বাপদ রয়েছে ফাঁদ পাতি একদিকেতে টাকা ওড়ে, অন্যদিকে লিকলিকে শরীর ক্ষোভে ফুঁসছে চা বাগান। জঙ্গল জুড়ে মৃতদেহের ভিড় অনাহারে শব্দহীন; মরে যায় এখন শবর… কার্ণিভালে ভাসছে আকাশ। উন্নয়নের নেই খবর রক্ত ওঠে মুখ দিয়ে, শোয়ানো থাকে কথা- প্রতিশ্রুতির বন্যা বইছে। […]

অন্ধকারের কবিতা

অন্ধকারের কবিতা -সৌরভ দত্ত      আলো আনতে পারিনি এনেছি দু-মুঠো অন্ধকার সমাধি ফলক থেকে উঠে আসা কাঁপা ,কাঁপা হাতের কবিতারা- রাতের আকাশে অগণিত তারা হয় খুঁজে চলে মুক্তির পথ… যে পাখি ফেরেনি ঘরে তার জন্য আলো আনতে পারিনি এনেছি দু-মুঠো অন্ধকার ধানের কালো শিষের মত সীমান্ত মানেই এখন কাঁটাতার হারামজাদার রক্তটীকায় ঢেকে যাচ্ছে দেশ […]

গণহত্যার আসাম

গণহত্যার আসাম -সৌরভ দত্ত      মৃত্যুর মাঝখান দিয়ে কেটে যায় সকালগুলো- হত্যার পাপ নিয়ে সন্তান আজও ভূমিষ্ঠ… উজান আসাম গুলির শব্দে জেগে ওঠে আততায়ীর গান মৃত্যু তাহাদের টেনে নিয়ে যায় সেতুর উপরে কোনও আলফা চিহ্নময় যত্রতত্র বুকে বেঁধা বুলেটের ঘ্রাণ- রুটির বদলে বুলেট; ধর্মের আদলে বুলেট কেউ যেন প্রতিদিন চোখের কোণে ঢেলে দিচ্ছে বিদ্বেষের […]