-
অণুকবিতা- “অনুভূতি”
“অনুভূতি”
– সোমা কর্মকারজীবন বয়ে চলে স্পন্দিক গতিতে,
মানুষ চলে তারই তালে তালে।
যেমন করে চলে নৌকা নদীর জলে।
গড়ে ওঠে অনেক ঘটনা স্মৃতির অতলে।
কিছু হারায়, কিছু পায়, কিছু সাথে চলে,
হারিয়ে ও হারায় না যে স্মৃতি,
তাইতো শিহরণ জাগায় হৃদয় জুড়ি।
ভুলেও ভোলা যায় না কিছু অনুভূতি।
না দেখে মেটে না তৃষ্ণা, দেখে মেটে না তৃপ্তি,
অতৃপ্তিতে প্রাণ কাঁদে, হিয়া হয়ে ওঠে অধীর।
ভাবের ঘোরে ক্লান্ত হয় আঁখি,
ভাবে শুধু বিরলে বসি। -
অণুকবিতা- শেষ থেকে শুরু
শেষ থেকে শুরু
– অরুনজিতএমনও তো হতে পারে
পথ যেখানে শেষ
জীবন সেখানে শুরু।এমনও তো হতে পারে
মৃত্যু যখন নিছকই খেলা
স্বপ্ন তখন আলো।আচ্ছা, এমন কি হতে পারে না,
পাহাড়ের ঢেউ ঘুমাবে আকাশের কোলে
টুপ টুপ করে ঝরবে বরফ গলা জল,
আবার পাবো তোমায়
হারিয়ে যাবার সেই উন্মুক্ত বিন্দুতে …….এমন কি হতে পারে কখনো?
শেষ থেকে শুরু।