ভুল বুঝনা -অপর্ণা রায় বন্ধু আমায় ভুল বুঝোনা,আজকে সু -প্রভাতে, একটুকু সুখ নেই যে আমার, যা দেব তোমার হাতে। হয়তো পাখির কলতানে জাগবে না আজ ভোর, হয়তোবা ঐ রবির কিরণ খুলবেনা আজ দ্বোর। হয়তো দীপ জ্বালবে না আর রাতের ধ্রুবতারা, কোন সে ছায়াপথের দেশে,আমি যে পথহারা। স্বপ্ন আমার হারিয়ে গেছে দূর ভুবনের পারে, চলবো […]
যদি ভুলে যাই
যদি ভুলে যাই -অপর্ণা রায় যদি ভুলে যাই, তবে মনে কোরো-কোনো এক বিস্মৃতির অন্ধকার -ওপারে হারিয়ে গেছি আমি। যেখানে চাওয়া -পাওয়া ,হা-হুতাস তুমি, আমি কিছু নেই। ষেথা- কাউকেই কোনদিন খুঁজে বেরানোর প্রয়োজন,কারো কাছে কখনোই নয় ততো দামি! বাঁকা হাসি হেসে হয়তো কোনো সন্দেহ কবে- কঠিনের ভয়ে ভীত ,দায়বদ্ধ জীবন থেকে পালিয়েছি আমি। তুমি তো জানলেনা […]