অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার’ মাত্র কয়েক পা –অমল বিশ্বাস ( বাংলাদেশ) দক্ষিণে গেলে চলে এলে নির্মল হাওয়া খেয়ে বাঁচবে বলে। অথচ আজও উত্তরে গেলে না মাত্র কয়েক পা। মাটি কিংবা বাপ-দাদাকে শোয়ানো চিতা যেখানে তোমার শরিকানা দলিল লাগবে না। যাও চিনে এসো, মাত্র কয়েক পা।
কবিতা- অনিচ্ছের ইচ্ছে
।।অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।। অনিচ্ছের ইচ্ছে-অমল বিশ্বাস ( বাংলাদেশ) একটু চাআর সামনে টানাবৃষ্টির ঝকঝকে নদী,কাপটি মাটিতে ছিলো। হাতের আঙুলে আঙুল ঢুকেজলকাটা মাটি সেলাই করতে করতেকাদায় তৈরি হলোজলজশয্যায় শীতলপাটির লেপ্টে থাকা শরীর,কাপটিকে অক্ষত রেখেশ্রেয়সী ঠোঁটে মেখে নিলো টানাবৃষ্টির স্রোত,ঠাণ্ডায় কিছুটা উষ্ণতা। কিছুক্ষণ আগের কথকতার আবেগ থামিয়েমুখোমুখি অথচ বন্ধচোখেহারমোনিয়ামের রিডে আঙুল টিপেটিপেশ্বাস-প্রশ্বাসে […]
কবিতা- চৌকাঠ
।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। চৌকাঠ-অমল বিশ্বাস ( বাংলাদেশ) বিশ্বাস-অবিশ্বাসের দোলায়চোখেরজলে ভেজাচ্ছে দরজার চৌকাঠ। একপা’ বাইরেএকপা’ ভেতরের মেঝেয় রাখতেক্যানভাস পূর্ণ হতে থাকে শাড়ির বহরে। বারোহাতের শেষটানেতুলির শীর্ষে জাগে শিল্পীর যৌবনের রাগ,ততক্ষণে জলশূন্য রঙ ঝুরঝুরে বালির মরুতেসমস্ত অনুভূতির স্বপ্ন ভাঙায় নিঃসঙ্গতায়। দরজার চৌকাঠে অস্পষ্ট শব্দ শোনা যায়‘আমি চললাম’।
কবিতা- লজ্জাটুকু বয়ঃপ্রাপ্ত হোক
।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। লজ্জাটুকু বয়ঃপ্রাপ্ত হোক -অমল বিশ্বাস ( বাংলাদেশ) হাত ছাড়ো! ব্যথা পাচ্ছো? না না, শুভদৃষ্টির সাথে কিছুটা বয়স ভাঙার পরিণত লজ্জা, তোমার দয়াদাক্ষিণ্যের হাত রাত চেনে। আকস্মিক সাবালিকায় যেমন একক ঘর, বারবার বুকের উপর টানতে হয় ওড়না কিংবা শাড়ির ভাজ, না হলে কালকূট দৃষ্টি খাবলে খায় বয়ঃসন্ধির স্বাভাবিক উত্তরণ। কাচাহলুদ […]