• কবিতা

    অজানা খেয়ালে

    অজানা খেয়ালে
    -উপমা কুন্ডু

     

     

    বেখেয়ালে হয়ে যায় ভুল
    খেয়ালে আক্ষেপ হয় খুব
    মুখের কথা বেরিয়ে গেলে একবার
    থাকেনা উপায় কথা ফেরাবার,
    কেন শব্দেরা উদ্দেশ্যহীন যাযাবর
    অন্যকে আঘাত করে বারবার।
    কথার মালা গাঁথার সময়,
    সব ঠিক বলেই যেন মনে হয়;
    তবু না থাকা অভিপ্রায়,
    ঘটে যদি…!!যদি চলতে গিয়ে হোঁচট খায়…
    স্বপ্নে দেখা ইচ্ছে তরী…,
    পায় যদি এগোতে ভয়..!
    দিকভ্রান্ত স্রোতস্বতী,,
    রুপোবতী খেয়াতরী আর কি পারবেনা হতে শ্রাবন্তী ?

  • কবিতা

    আবেগের শিকল

    আবেগের শিকল
    -উপমা কন্ডু

     

     

    জ্বলে বুকে দাবানলের হোমশিখা,
    মুখে নির্মল হাসি।
    তুই আমি একসাথে লেখা,
    নদীর পাড়ে পাশাপাশি।

     

    যদি আমি হই তুই,
    আর তুই হবি আমি।
    অভিধানের নতুন শব্দের ভিড়ে,
    আমরাও গল্প হতে পারি।

     

    আমার একটা তুই আছে,
    তোর আছে আবেগ মোড়া বাবুই
    তুই অমাবস্যার জোনাকি হলে,
    ঘর সাজাতে পারি।

     

    সোনা লোহার ফারাক বুঝিনা
    মানুষ, অমানুষ গুলিয়ে ফেলি।
    আমার আছে ছোট্ট জানলা
    আর পরিচিত হাতছানি।

     

    যদি হতে চাস পাখি….
    রাখবনা কোন খাঁচা।
    শুধু হোসনা পরিযায়ী…
    আমি তোর খেয়ালেই বাঁধা।।

<p>You cannot copy content of this page</p>