সময় -কমলেন্দু বর্মন সময় আপন বেগে ছুটে চলছে সময়ের মত আগের মতই চব্বিশ ঘণ্টা অষ্ট প্রহরে দিন কাটে, তবু কোন কোন ঘন্টা একাই প্রহর হয়ে নেমে আসে যখন আমার বদ্ধ ঘরের চার দেওয়ালে চাপা পরে যাই। সময় তখনও থেমে ছিল না… যখন আমার মুক্ত আকাশে তোমার কিরণ খেলা করত, যখন তোমার প্রভাতীর সুরে দিন শুরু […]
তোমার অপেক্ষায়
তোমার অপেক্ষায় -কমলেন্দু বর্মন আমি তোমায় দুঃখ দিতে চাইনি, তাই ভালোবাসতেও করেছি অনেক ভয়, আমি তোমায় টেনেছি অনেক কাছে, তাইতো আজি কষ্ট মনে হয়। আমি আকাশ পথে ছুটে চলেছি একা, চাইনি কভু চাঁদের পানে ফিরে আলোর রেখা ফিরিয়েছে মোরে সদা, আঁধার মোরে রেখেছে সদা ঘিরে। আমি উজান পথে ভাসাইনি মোর তরী, ভাটির টানে ভাসিয়েছি মোর […]
সৃষ্টি
সৃষ্টি -কমলেন্দু বর্মন সহস্র বেদনার মাঝে আমি পথ চলিতেছি একা, হবে কি সঙ্গী আমার? পথ ভোলা এক পথিক আমি ফিরে চাই তোমার পানে, তোল মুখ—নতজানু হয়ে আজ আশির্বাদ প্রার্থী আমি তোমার দরজায়। দ্বার খোল— তোমার হৃদয় মন্দিরে দাও ঠাই– আমার শৈশব, আমার ছেলেবেলা–সমস্ত কিছু একাকার করে দাও যৌবনের এই উদ্দম প্রভাতে, আমার মাথার […]