পৃথিবী অন‍্য দিকে

পৃথিবী অন‍্য দিকে -কাজল দাস  পরমা,- আমায় এমন ভাবে জড়িয়ে ধর, যাতে তোমার সম্পূর্ণ শরীর- আমার সবটুকু শরীর ছুঁয়ে থাকে. তোমার হাত দুটো ছুঁয়ে থাকে আমার স্বপ্ন. কাঁধের ওপর নিবিড় ভরসা. বুকের ওপর তোমার বুক- যেন ছুঁয়ে থাকে আমার সবটুকু আকাশ. পরমা, আমায় এমন ভাবে জড়িয়ে রাখ, যাতে মৃত্যু আমায় ছিনিয়ে না নিতে পারে. ঝড়ের […]

দেশ

দেশ -কাজল দাস     দেশ বলতে নদীর পাশে গ্রাম লোকে তাকে হিরুরডিহি বলে দেশ বলতে একটুখানি থাম পা দুটোকে ভিজিয়ে নি জলে দেশ বলতে পলাশ ফুলের বনে সারি সারি শাল শিমুলের গাছ দেশ বলতে মাদল বাজা তালে সাঁওতালিদের কোমর ধরে নাচ দেশ বলতে দুয়ারসিনি-র বন পাহাড় ঘেরা শাল-পিয়ালের ছায়া বসন্তবৌরী ডাকছে সেথায় শোন দেশ […]

কোনো এক ১৫ই আগষ্টের ভোরে

কোনো এক ১৫ই আগষ্টের ভোরে -কাজল দাস  কোনো এক দিন প্রভাত ফেরীর সুরে ঘুম ভেঙে- দেখবে; একজন বীর সন্ন্যাসী শান্ত গেরুয়া বসনে দাঁড়িয়ে আছে আকাশের বুকে। আর তার পাশে মাতৃ স্নেহে- দাঁড়িয়ে যে নারী, তার আঙুলে ক্রুসের মালা, শরীরে সাদা থান, প্রান্ত খানি নীল চক্রে সজ্জিত। পায়ের কাছে সবুজ ঘাসের গালিচা পেতে- অক্ষরে অক্ষরে ধানের […]