কবিতা- তুমি আর আমি

তুমি আর আমি-কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান     তোমার ভল্টে টাকা আর গহনা,আমার ভল্টে কবিতার ব্যঞ্জনা। তুমি দিন-রাত জমাতে মগ্ন,আমি অহর্নিশি কবিতায় নিমগ্ন। তুমি ফুলে-ফেঁপে অপ্সরা,আমি ধুকে ধুকে আধমরা। তোমার চারপাশে কত আয়োজন,আমার আশেপাশে যত বিয়োজন। তোমার আটপৌরে জাঁকজমকে সবাই অবাক,আমার কলমের তৃপ্ত আঁচড়ে প্রেয়সী হতবাক। তবুও তোমার মাঝে কেন জানি শূণ্যতা,আর আমার কবিতা আমায় […]

কবিতা- হনুজ দুরস্ত

হনুজ দুরস্ত– কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান     মাটি ফুঁড়ে খাড়া ঐ ক্যাকটাসযেন উদ্ধত নাঙা তলোয়ার,দৃশ্যত অনিমেষ চোখ রাঙানি-ভীষণ আগ্রাসী আহ্বান! চঞ্চল মুখর মায়াময়ী ঐ সজারুযেন কণ্টকময় গোলাপ গাছ,হাত বাড়ালেই শত ফোড়ন-স্পর্শের পরশ সুদূর পরাহত! ছায়াসঙ্গী হয়ে পথ চলে ঐ চাঁদযেন বিশ্বস্ত সহযোগী বা অনুচরমিটিমিটি হাসে দূর থেকেই-তবুও ধরা দেয় না সকাশে। ৫’ ৩” সমেত..দেখো […]

কবিতা- অভিমানী নিসর্গ

অভিমানী নিসর্গ– কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান     দ্রোহে অনড় প্রকৃতিস্তব্ধ নিসর্গের স্ফূরণ,খোল নলচে বদলানো দৃশ্যপটঘোল কলা অদ্ভুত সমীকরণ। সৃষ্টির বহমানতায় ঋতুর পালাবদল যেনছিলই ‘বর-কনে’র প্রত্যাশিত মালাবদল,সগৌরবে আজ ঋতু ভাঙে তালা সকলকাটায় একঘেয়েমির সমূহ ধকল। নিসর্গ এখন প্রচণ্ড আত্নসম্মানবোধে জারিত…চায় না হতে রঙ্গমঞ্চের নাচের পুতুলচায় না হতে ক্ষারীয় ল্যাবের গিনিপিগ,হতে চায় চিত্র বিচিত্রময় গিরগিটিহতে চায় […]