• কবিতা

    কবিতা- হাড়ের গায়ে আলপথ

    হাড়ের গায়ে আলপথ
    – টিপু সুলতান

     

     

    সবকিছু আমার আত্মা, বাড়ির মতো
    জেনেছি-টইটই হাওয়ার কাছে-
    দালানের চিলেকোঠায় দাঁড়ানো
    একজোড়া সাদা পায়রার কাছে
    কেবল ভালো লাগে ফিসফিস কথা-

    যোগ্যপুরুষ হতে হতে ঘাসের কাছে
    জমা রেখেছি-আশ্বিনের শিশির
    সাদা বকের পালকে পলকা কুয়াশা
    ভিজে থাকা গ্রাম-তারপর শহরগুলোই
    এভাবে দেখি-শুনি, শব্দ পসরা
    নেমে যাচ্ছে শখের বৈকাল-রোদ্দুর
    উড়ে যায় গাছ-পাখি -সন্ধ্যার কাছে

    পেছনের প্রাক্তন ডাকে-অথচ ফেরে না
    হাড়ের গায়ে ফুঁড়ে ওঠা মাংসগাছ
    এই যে,আজ আমার সম্মুখে আলপথ
    অনেক দূর যেতে হবে-পেতে হবে
    পাঁজর খসা পাখিগুলো-ধানশালিক
    ডুবে ডুবে হয়ে ওঠা-হৈম দিগন্ত,
    পায়ের সিঁথিকাটা জরায়ু ভেজা দাগ-

  • কবিতা

    কবিতা- আর ক’টা দিন

    আর ক’টা দিন
    – টিপু সুলতান

     

     

    আবার দেখা হবে-পৃথিবীর পথে
    নতুন করে জন্ম পাওয়া গাছের সঙে
    পাখির ডানাওয়ালা হাওয়া
    ঘাসের কাছে ঘাসফড়িঙের বারান্দা-
    বাবা-সন্তানের আঙুল ছুঁয়ে জুড়ে
    যাওয়া নিরাপদ উঠানে-এভাবে…

    সাদা হ্রদ-হিম বরফের দেশ-
    পানসীভাসা ডাগর চক্ষু কন্যা
    তারও মুখোমুখি-নভোগোল
    পৃথিবীর ঢেউ নাড়া দেয়-টের পায়-
    এই তো মারির ঠোঁট মরহুম অতীত
    ঘাই কসা পথ ফেলে শোনা যায়-

    নিম গাছের ফিসফিস কথা-উচ্চারণ
    সবকিছু শুনি-কান পেতে-হরিণের মতো;
    দেখা হবে-পুরোনো স্মৃতি ভেঙে
    যারা এনেছিল মারি-ছুরির আদিত্যে-
    এই অক্ষয় হাতের তালুতে আঁকা
    সাপরেখা টেনে টেনে দেগে যাবে-সঙ,
    এই তো আর ক’টা দিন
    সব নীরবতা শেষে গাইব যক্ষের গান

<p>You cannot copy content of this page</p>