বিরহ– ডাঃ গোলাম রহমান ব্রাইট আমার পুরো অস্তিত্ব জুড়ে বিরহ ব্যথা ভরাফুরিয়ে এলো অযুত স্বপ্ন বিষাদে মাখা ধরা।বিনিদ্র রাতে বর্ণিল স্বপ্নে অদৃশ্য হবে তারাখাঁচার পাখি আকাশ ছোঁবে বইবে অশ্রু ধারা।বিরহী সুরে বিজন দেশে হৃদয় খুলে গাইকুহকী ক্ষণে গচ্ছিত রাখা মুহূর্ত গুলো পাই। মসৃন স্বরে বিরহ গাঁথা সইতে যেন পারিশান্তির নীড়ে অতৃপ্ত মুখ যন্ত্রণা […]
কবিতা- “অপেক্ষা”
“অপেক্ষা”–ডাঃ গোলাম রহমান ব্রাইট তুমি বিহীন বিতৃষ্ণায় কাটে মোর প্রতিটি প্রহরমনের আঙিনা শূন্য লাগে জনাকীর্ণ এই শহর।তোমার প্রতীক্ষায় আকুল হয়ে মনটা থাকে ভারকরুণ সুরের মূর্ছনায় ভিজে মনোবীণার তার। ভোরের আলোয়, ক্লান্ত দুপুরে কত স্বপ্নজাল বুনিনিঝুম রাতের আঁধারের ঘোরে আকাশের তারা গুনি।আজো বসে আছি তোমার অপেক্ষায় কত স্বপ্ন আশাতোমার মাঝে হারিয়েছি মন সঁপেছি ভালোবাসা। […]
কবিতা- অদৃশ্য কাঁটা
অদৃশ্য কাঁটাডাঃ গোলাম রহমান ব্রাইট হতাশা ঘেরা দুর্বোধ্য কাব্য প্রাঞ্জল রূপে আসেপ্রচ্ছদ ছিঁড়ে ধুসর চোখে পিছন থেকে হাসে।গোপন ক্ষত উন্মুক্ত করে মুখোশ খুলে কাশেবেরিয়ে পড়া চোখের মনি কালের কন্ঠে ভাসে।সোনালী অক্ষে বর্ণিল আভা দিগন্তে পড়ে আছেসৌরভগুলো বিলিয়ে দেবো প্রেয়সী নেই কাছে! চোখের কোণে উন্মত্ত ঝর্ণা আপন মনে ঝরেবিষাদে গাঁথা চপল দৃশ্যে তৃষিত প্রাণ […]