আকাশ বাসর– তন্ময় দে বিশ্বাস তোকে নিয়ে ঘর বাঁধবো আকাশতারার দেশেরামধনুটা সপ্তরঙায় যেথায় গিয়ে মেশে,জ্বালবি ঘরে চাঁদের আলো কলাবতীর ঢঙেঢাকবি শরীর মেঘবসনে কাজলকালো রঙে। তারার সাথে করবি খেলা কালপুরুষের ছায়েপাতবি বাসর ভুবনডাঙার শুকতারাটির গায়ে,আসবো আমি বিজলী হেনে সারা আকাশ জুড়েঝরবি বাদল করকা শীতল বৃষ্টিধারায় মুড়ে। গাইবো যখন বজ্রনিনাদ গভীর অনুরাগেশুনবি তখন কালের […]
কবিতা- বাদলস্নান
বাদলস্নান -তন্ময় দে বিশ্বাস একটা বাদলা আকাশ ভিড় করে নগ্ন শরীরেঘর্মাক্ত হতে চেয়েওযেন এক সিক্ততা অনুভবি কায়া –দুর্জয় পাহাড় ডিঙোনোর প্রত্যয়খানখান হয়ে ভেঙে গড়ে তোলে পিচ্ছিল বাহ, রমনী কায়ার মতো সামনে যে ধূমায়িত স্তবআলিঙ্গনে বাঁধতে চেয়েও –আড়ষ্টতা গ্রাস করে দেহ,গভীর চুম্বনের স্বাদ যা বহু আকাঙ্খিত-নির্লিপ্ততা বয়ে যায় কামনা শিরায়করজোড়ে অবনমিত শরীর, পূর্ণকাম অবগাহনে মেঘলা […]