খুঁজে বেড়াই– তরুণ মান্না তোমার চলে যাওয়া জেনেছেখাঁচার ম্রিয়মাণ ময়নাআর জানে শীর্ণকায় পোষা বিড়ালঅনন্যসহায় ধবলী গাইউঠোনের অযত্নসম্ভূত কুমড়োলতা।তোমার অনুপস্থিতির সুযোগেএখানে ওখানে উঁকি দিচ্ছে দূর্বার সাহসী মুখ‘তুমি নেই’ জানান দিচ্ছেঅপটু হাতের গোবর-নিকানো উঠানপ্রতি সন্ধ্যায় শিথিল শঙ্খধ্বনিতেটের পায় পাড়া-পড়শি।রাধা বোষ্টমি আসে না আর‘আজ এক মুঠো খাবো মা, তোমার ঘরে’ঠিক দুপুরে দরজায় দাঁড়িয়ে, আর না… চারপাশে […]