শাড়ি আমার– তুলি মণ্ডল সে কথা মনে পড়লে বুকে ব্যথা করে ভারী,যদিও তখন ছোটোই তবুও আমার একটি মাত্র শাড়ি।আমার বয়সীরা কোথাও গেলে পরে যায় সুন্দর ফ্রক,একখানা কিনে দাওনা মা করেছি কত বকবক।মা আমায় বুঝিয়ে বলে জানিসই তো সব কীভাবে চলে,তোর বাবা তো গেলই চোলে আমাদের একলা ফেলে।কত কেঁদেছি মায়ের চোখের আড়ালে হয়ত মাও তাই,দুঃখকে […]
কবিতা- সাজ
সাজ -তুলি মণ্ডল যতই বলি সাজি নিজের জন্য আসলে আমারা সাজি অন্যের জন্য। সাজটাকে নিখুঁত করার চেষ্টা করি যাতে কেউ ভুল না ধরে। মন ভালো থাকলে তো সাজিই খারাপ থাকলেও সাজি ঢাকার জন্য। কবে থেকে যেন বন্ধ হল সাজ,মনে নেই। অগোছালো জীবনের অগোছালো চেহারা। ধীরে ধীরে ডুবতে থাকা হতাশার গভীরে। তারপর বহু দিন……. আজ অনেক […]