• কবিতা

    শুধু তুমি

    শুধু তুমি
    – দীপ্তি বিশ্বাস রায়

    কল্পনা-আমি তোমাকে নিয়েই ভাবছি,
    ভাবনা-আমি তোমাকে নিয়েই ভাবছি,
    প্রতিদিন তোমাকে নিয়ে যে ভাবতে হবে
    তা কিন্তু প্রথম পরিচয়ে ভাবিনি আর এখন-
    আমার সকল ভাবনার আকাশ তোমার দখলে।

    স্মৃতি- আজ তোমায় নিয়ে অনেক দিন পরে
    লিখতে বসে,পাতার পর পাতা লিখে ফেললাম।
    দোহাই তোমার, অনেক প্রশ্ন ছুড়ে দিওনা আবার,
    কিগো, কি লিখছো? কি ভাবছো? ভবিষ্যত কি?
    তোমার কল্পনায় কি শুধু আমি?ইত্যাদি ইত্যাদি।
    হয়ত এই প্রশ্ন তোমার অজানা নয়,তবুও
    এর উত্তর আমি তোমায় দিতে পারবো না,
    আমার যে ভাবতে ভাল লাগে তোমায় নিয়ে,
    সারাক্ষণ লিখতে ভাল লাগে তোমায় ভেবে।
    আমার সকল ভাবনা,সকল কল্পনা তোমার তো-
    বেশ ভাল করেই জানা,তবু কেনো বলোতো-
    আমার মনের কথাগুলি আমি কখনোই
    তোমাকে গুছিয়ে বলতে পারিনি?
    তবু ভাবি তোমায় ভাবনার কথাগুলি যদি না বলি

    তবে তোমায় নিয়ে কিভাবে রচিব কল্পনা?
    আমি তো কখনো সুসজ্জিত কথামালা গুলিকে
    বিবস্ত্র করতে চাইনি,চাইনি তাকে দূরে সরাতে।
    চেয়েছি তাকে গান বা কবিতার রূপ দিতে।

    দয়া করে আর ক’টাদিন সময় দাও আমায়,
    বর্ণে, গন্ধে, ছন্দে তোমার জীবন হবে ছন্দময়।
    কালি আর কলমে সকল ভাবনারা হবে এক,
    আর কল্পনারা নানা স্বপ্নে হবে বর্ণিল।
    কারন-আমার কল্পনায় রয়েছো শুধু তুমি,
    আমি যে দিন রাত তোমাকেই নিয়ে ভাবছি।।

<p>You cannot copy content of this page</p>