• কবিতা

    তাকে পাবার পর

    তাকে পাবার পর

    -দেবজ্যোতিকাজল

     

    সে আমায় প্রতিদিন
    ধারণ করত ঠোঁটে। বিষ ভেবে।
    মৃত আলিঙ্গনে
    এ ভঙ্গুর দেহ ভাঙতে।

    যখন বালিশে-বিছানায়
    এ-দেহ হতো অন্ধকার নদী
    মাছেদের চোখ
    তাকে দেখাতো আলোক বিন্দু ।

    আমি বিষ আলো হয়ে
    অন্ধকার প্রহরে এগোতাম
    আর এগোতাম
    ক্ষয়ে যাওয়া স্তব্ধত্বার পায়ে পায়ে
    তার আলোর লেশ কেন্দ্রে।

    প্রজ্বলিত অন্ধ ভাঁজে
    যে দেহ পেয়েছিলাম
    বাবা অথবা মা’য়ের কাছে থেকে
    তারা এখন হয়ে গেছে জীবন্ত গাছ।
    অচেনা পথ। ঈশ্বরীয় পাথর।

    সে এখন আমায় আবার জন্ম দেয় ,
    ম্যাজিক জীবন করে যাদুয়া মঞ্চে।

You cannot copy content of this page