কবিতা- অপ্রাপ্তির প্রেম

অপ্রাপ্তির প্রেম-দেবযানী বর্মন কোনোদিন যদি দেখা হয় প্রিয়,চোখে এসে চোখ মেশে,অনন্ত সেই হাসিখানি দিও আহ্লাদে ভালোবেসে।আমূল হৃদয় দিয়েছি তোমায়, প্রথম ফোটা আবেগ;প্রেম বাগানের প্রথম গোলাপ,নীলাকাশ-তুলো মেঘ।দিয়েছি এ মন যত্নে রেখো স্নেহে ভালোবেসে হৃদয়ে;বেলা অবেলার আলো আঁধারে কিংবা তীব্র দুপুরে।আজ আমি বাঁচি তোমার প্রেমে,শেষ বেলা প্রেম দিও,কল্পনা রঙে রাঙ্গানো আকাশ আর ভালোবাসা নিও।শাঁখ আর পাখির কলরবে […]

কবিতা- শুনছো হেমা

শুনছো হেমা–দেবযানী বর্মন   জানো হেমা ভালোবাসি তোমায় খুব ভালোবাসিতোমার সেই ছেলেবেলার মিষ্টি নিষ্পাপ মুখটা আজও খুঁজি তোমার মাঝে।বিশ্বাস করো তোমার হেম অঙ্গে আমার কোনো কামুক ইচ্ছা কাজ করেনা।তোমার চোখের আলোয় ভরাতে চাই জীবন, তোমার হাসিতে ভরাতে চাই প্রাণ।হেমা তোমার ছেলেবেলায় ভেঙ্গে যাওয়া চুড়ি গুলো আমি যত্নে রেখেছি,তুমি যখন এগারো…..হারিয়ে ফেলেছিলে একটা কানের দুল, মনে […]