• কবিতা

    কবিতা- অপ্রাপ্তির প্রেম

    অপ্রাপ্তির প্রেম
    -দেবযানী বর্মন

    কোনোদিন যদি দেখা হয় প্রিয়,চোখে এসে চোখ মেশে,
    অনন্ত সেই হাসিখানি দিও আহ্লাদে ভালোবেসে।
    আমূল হৃদয় দিয়েছি তোমায়, প্রথম ফোটা আবেগ;
    প্রেম বাগানের প্রথম গোলাপ,নীলাকাশ-তুলো মেঘ।
    দিয়েছি এ মন যত্নে রেখো স্নেহে ভালোবেসে হৃদয়ে;
    বেলা অবেলার আলো আঁধারে কিংবা তীব্র দুপুরে।
    আজ আমি বাঁচি তোমার প্রেমে,শেষ বেলা প্রেম দিও,
    কল্পনা রঙে রাঙ্গানো আকাশ আর ভালোবাসা নিও।
    শাঁখ আর পাখির কলরবে মন হারালেই দূর দেশে
    অপ্রাপ্তিতেও ভালোবাসা রেখো আবেগের অবকাশে।
    প্রজ্ঞা আলোকে ভেবে দেখো প্রিয় কতটুকু আমি চাই!
    কতটুকু প্রেমে ডুবে মরা যায়, কত প্রেমে মরে যাই?!
    সেটুকু প্রেমেই হাবুডুবু খেয়ে অতলে দিয়েছি পাড়ি,
    ভাবনার গাঁয়ে গড়েছি দুজনে আশা-নিরাশার বাড়ি।
    তোমার প্রেমের গভীর নদীতে ডুবে আছি সেই থেকে,
    একলা সকাল নিরালা দুপুর নির্ঘুম রাত জেগে।
    প্রেমের পূজোর অর্ঘ সাজানো ‘সঞ্চয়িতার’ টানে,
    ‘গীতবিতানের’ পাতায় পাতায় বিরহের গানে গানে।
    শ্যাওলার গায়ে চিঠি লিখেছি ভাসিয়েছি নদী জলে;
    দেখে নিও প্রিয় সবুজ চিঠিটা, পড়ে নিও কৌশলে।
    যদি মন ভুলে এসে যাও তুমি নদীর উজান তীরে,
    স্বাগত তোমায় তবু অবেলায় নিরালার হৃদ কুটিরে।

  • কবিতা

    কবিতা- শুনছো হেমা

    শুনছো হেমা
    দেবযানী বর্মন

     

    জানো হেমা ভালোবাসি তোমায় খুব ভালোবাসি
    তোমার সেই ছেলেবেলার মিষ্টি নিষ্পাপ মুখটা আজও খুঁজি তোমার মাঝে।
    বিশ্বাস করো তোমার হেম অঙ্গে আমার কোনো কামুক ইচ্ছা কাজ করেনা।
    তোমার চোখের আলোয় ভরাতে চাই জীবন, তোমার হাসিতে ভরাতে চাই প্রাণ।
    হেমা তোমার ছেলেবেলায় ভেঙ্গে যাওয়া চুড়ি গুলো আমি যত্নে রেখেছি,
    তুমি যখন এগারো…..
    হারিয়ে ফেলেছিলে একটা কানের দুল, মনে আছে?
    মনে আছে? ঠোঁট ফুলিয়ে কেঁদে অন্যটাকেও টেনে ফেলেছিলে রাস্তার ধুলোয়!
    সেদিন রাস্তার বালিও সেজেছিলো তোমার দুলের সাজে।
    তোমার ফেলে দেওয়া কানের দুলে আমার ভালোবাসার প্রথম শুরু।
    আমি কখনো থামিনি, আজও পিছু ফিরিনি, শুধু তোমাকে ভালোবেসেছি।
    শুনছো হেমা খুব ভালোবাসি তোমাকে।
    ভালোবাসি তোমার ওই ফেলনা কানের দুলটা, ভাঙ্গা চুড়ির টুকরো গুলো!

    শুনছো হেমা…
    আমি সত্যিই তোমায় চেয়েছি….
    ভাগ্যের পরিহাসে ভুল বুঝেছ তুমি! তাই, আর নয়……
    তোমার থেকে বহুদূরে চলে যাবো,
    যে প্রান্ত তুমিহীন হয়েও তুমিময়
    ভালো থাকো হেমাঙ্গি তোমার সব স্বপ্ন সত্যি হোক।
    আজ তবে এলাম হেম,
    তোমার সাথে হলো চির আড়ি….

<p>You cannot copy content of this page</p>