চিঠি -পার্থ সারথি নিকষ কালো অন্ধকারের প্যাডে লিখছি চিঠি খানি, জোনাকীতে লেখা হোক আমার ব্যথার কাহিনী। ব্যঙ্গ আর বিদ্রুপ ছিল নিত্য সঙ্গী আমার-জানো কি? জানাতে চাইও না সে অতীত যা কেবল মায়ার ফাঁকি। আমার বিনিদ্র রাত রচনা করতো সেদিন দুঃখের একঘেয়ে গদ্য, শুনলে তুমি আশ্চর্য হবে- লিখছি যা তা নয় সৃষ্টি সদ্য। শিকড় […]