• কবিতা

    কবিতা- অন্য কোনো দেশের খোঁজে

    অন্য কোনো দেশের খোঁজে
    পায়েল ব্যানার্জী

     

     

    চল হাতটা ধরে ছুটে যাই নীল আকাশের দেশে
    সেখানেই না হয় মিলব আবার মেঘের ভেলায় ভেসে,
    তুই না হয় হবি দিনের আলো
    আমি হবো রাত,
    এক হয়ে মিলব দুজনে ঠিক আবার গোধূলির সাজে।

    যেখানে চাঁদের জোৎস্নায়
    দুজনে বাহুডোরে বন্দী থাকবো,
    যত আছে আমাদের না বলা কথা
    সব উজাড় করে দেব দুজন দুজনাতে,
    নতুন করে গল্প সাজাবো,
    সেই প্রাতে,
    যেখানে আমার সূর্য-কিরণ উদিত হবে
    তোর দু-চোখ জুড়ে।

    তোর আমার গল্পটা শুরু হবে আবার সেখান থেকে,
    যেখানে অভিমানে হারিয়ে গেছিলাম দুজনে,
    নীল আকাশের দেশে
    নতুন করে চিনবো,
    নতুন ঠিকানায়,
    সেখানেই না হয় বলবো তোকে,
    ছিল আমার যত মান-অভিমান।।

     

<p>You cannot copy content of this page</p>