• কবিতা

    পূর্ণ বসন্ত

    পূর্ণ বসন্ত
    -পিয়ালী বেরা
    **********
    বিশ্বে তান্ডব নৃত্য গেছে থেমে
    নিদ্রামগ্ন বিশ্ব মেলেছে আঁখি।
    প্রকৃতি পেয়েছে সৃষ্টির স্বাদ
    জীর্ণতার অবসান করে,
    শুষ্কপত্রে মুকুলের সম্ভার।
    ভ্রমর গুঞ্জন থামিয়ে রস্বাদনে উন্মাদ।
    চতুর্দিকে জ্যোতির্ময় রঙীন পুষ্পসম্ভার
    অপূর্ব জ্যোতি ঝলকিয়া যায়।
    প্রভাতে বাঁশরি সুর কম্পিত ভূবনময়
    আবিরে রাঙা প্রভুর পদযূগল।
    তৃষ্ণিত নয়নে বহিল প্রেমধারা,
    হৃদয়ের বদ্ধদ্বার উন্মোচিত আজ।
    প্রেমপূর্ণ তনু আবেগে শিহরিল
    অতৃপ্ত প্রাণ তৃপ্ততার পরশ পেল।
    উত্তাল মন স্থিরাবস্থা ভাব হৃদয়ের সাথে
    হৃদয় মিলেছে আজ ভেদাভেদ করে দূর।
    ভূমিতলে ঝরাপাতা থাক পড়ে,
    ক্ষণিকের তরে মাতি উৎসবে।
    মর্মে ব্যাথার থাক পিছুটান,
    পুলকে ভরুক তোর দুনয়ান।
  • কবিতা

    কবিতা তুমি বেঁচে আছো

    কবিতা তুমি বেঁচে আছো

    -পিয়ালী বেরা

    পুষ্পে পুষ্পে গাঁথা হয় মালা,

    ভাবনা ছন্দে সৃষ্টি হয় কবিতার।

    কবির অক্সিজেন জোগায় কবিতা ,

    আবার বাঁচিয়ে রাখার রসদ কবিরা।

    আদিম প্রভাত হতে কবির চেতনাখানি,

    বিরহব্যাথা, উচ্ছৃঙ্খল সমীরন ,

    ধূলিধূসরিত জীর্ন রণপথে বেঁচে আছে কবিতা।

    তরুন প্রেমচ্ছবি আবেগ অনুভূতি,

    শরৎ কি জীবনানন্দ মল্লিকা গন্ধের মতো সুবাসিত হয় কবিতায়।

    শুধু দিনে দিনে ফিরে আসে নিত্য নতুন রূপে।

    শকুন্তলার কেশপাশ পর্ন কুটির খানি ,

    মহাভারত থেকে আজকের রক্তাক্ত ভূমি জয় পরাজয় কাহিনী ,

    বাঁচিয়ে রেখেছে কবিতাকে।

    মৃত্যু হয়েছে কবির হয় নি তাঁর কবিতার।

  • কবিতা

    প্রিয় বন্ধু

    প্রিয় বন্ধু

    -পিয়ালী বেরা

    প্রছন্নতায় ঢাকা থাক

    তোমায় ভেতরে ভাবা যায় না,

    বাইরেই না হয় রাখলাম।

    আমি তবে জ্যোৎস্না হয়ে থাকি,

    চাঁদকে তুমি রাখ সাথে সারাজীবন।

    নদী থাকুক তোমার সাথে,

    মিশে যাক না সাগরে,

    আমি না হয় নদীর ওই বাঁক

    সংযোগ হোক তোমার সাথে আমার।

    ঝরনা থাক না ছুঁয়ে পাহাড়,

    আমি না হয় হলাম শ্যাওলা তার,

    রইলাম তোমারিই গায়ে মিশে।

    আমি নাইবা হলাম রাধা,

    গোপিনী হতে তো বাধা নেই।

    ও হোক তোমার ভার্যা

    আমিও তো তোমারিই প্রিয় বন্ধু।

You cannot copy content of this page