গল্প- মায়ের লেখা শেষ চিঠি,

মায়ের লেখা শেষ চিঠি,– পূজা দাস বোস     মায়ের হাতে লেখা সেই আধখানা চিঠি, হয়তো মৃত্যুর কয়েকটা দিন আগের হবে।তাই তো লেখাগুলো অসম্পূর্ণ আধখানা গল্প হয়ে আছে। চিঠির পাতায় মায়ের একমাত্র কন্যা সন্তানটির স্থান বেশী ছিল। মায়ের যতো ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট পাওয়া সবই ছিল তার মেয়েকে ঘিরে। মায়ের সেই প্রথম সন্তান প্রসব […]