অন্ধকার ধুলো-পৌলোমী পালোধী সিঁড়ির ধাপে বসে আছেনিঝুম লেখারা,পা – মেলে ঘুমিয়ে পড়েছেডাইরির পাতা,সময়ের কাঁটাও রাগ করে … তুমি দিব্যি হেঁটে চলেছো পুরানো বারান্দায়আবছা জানালার কোনে,বাতাসের কানে কথা দাওতুমি ফিরবে সন্ধ্যা নামলেইলেখার হাত ধরে। নতুন করে ভাববে আমাকেঅনুভূতির সাথে ,নতুন করে শরৎ জমবেতোমার জানালায়!উপচে পড়া মেঘভিড় করবে কাশের ঘরে,.শিউলিও অতিথির বেশেশুধু নিজেকে সাজাবেতুমি আসবে বলেই […]