অমানুষ – প্রলয় কুমার নাথ – “মা, ভাত বেড়ে দাও…বড্ড খিদে পেয়েছে…” পাড়ার রকের ইয়ার দোস্তদের সাথে আড্ডা মেরে বাড়ি ফিরে এসে হাঁক পারল সঞ্জয়। -“কই গো শুনছো, তোমার নবাবপুত্তুর রাজকার্য করে বাড়ি ফিরলো…তাকে সোনার থালা করে রাজভোগ সাজিয়ে দিতে এত দেরি হচ্ছে কেন তোমার?” ভাতের হাঁড়ি নিয়ে কাজে ব্যস্ত নীলিমা দেবীকে উদ্দেশ্য করে বিতৃষ্ণার […]
গল্প- সারপ্রাইজ
সারপ্রাইজ – প্রলয় কুমার নাথ শাড়ির আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে অফিস থেকে বাড়ি ফিরল অর্ণা। একে অসহ্য গরম, তারপর ফিরতি পথে অসম্ভব ভিড় বাসে লেডিস সিটেও বসার জায়গা পায়নি সে। বাথরুম থেকে বেরোতেই তার বিধবা শাশুড়ি প্রভাদেবী এসে তাকে জিজ্ঞাসা করলেন, – “আমার পুজোর জিনিসপত্রগুলো এনেছো তো বৌমা? কই কোথাও দেখছি না তো…” অর্ণা […]