অনুভূতি

অনুভূতি –বর্ণালী নন্দী দাঁড়িয়ে আছি শান বাঁধানো ঘাটের’পরে, অতল দীঘির নিকষ কালো জলের দৃষ্টিমেখে । পরম তৃপ্তিতে বিভোর হয়ে চেয়ে রইলাম, হংসমিথুনের মাতোয়ারা জলকেলিতে । মাছরাঙা তার রাঙাঠোঁটের বিশ্বাসে, একনিষ্ঠ ছিল পরম লক্ষের আশায় । ছোট্ট ছোট্ট তরঙ্গমালার প্রতিবিম্ব রূপ, বিন্দু বিন্দু করে চুঁইয়ে পড়ল হৃদয়ের আঙিনায় । থরে থরে সাজানো শালুকের শ্বেত শুভ্র শির, […]

ব্যর্থ…….???

ব্যর্থ…….??? -বর্ণালী নন্দী   তুমি কেন এত চঞ্চল? ছোট্ট ডিঙিটা ভাসতে চায়, তোমার বুক জুড়ে; তোমার উথাল পাথাল তরঙ্গে, দিকভ্রান্ত আজ তার গতি। পাহাড়, তুমি কেন এত কঠিন? ক্ষুদ্র চারাটি বৃক্ষ হতে চায় তোমার বক্ষ চিরে; তোমার তপ্ত হৃদয়ের জ্বালা মেখে, ঝিমিয়ে পড়েছে তার শরীর। ঝর্না, তুমি কেন এত দুরন্ত? ক্ষুদ্র নুড়ি-পাথর তোমার সাথে প্রতিযোগিতায়! […]

কল্পনার আঙিনায়…..কি জানি…

কল্পনার আঙিনায়…..কি জানি… -বর্ণালী নন্দী   এক পলকহীন দৃষ্টিতে চেয়েছিলাম, নীল গগনে উদাস নয়নে । কি জানি ! হয়তো তোমার কথাই ভাবছিলাম । দাঁড়িয়ে ছিলাম ঠায় নিশ্চুপে নিরালায়, সবুজ মাটির বিজন গহনে । কি জানি ! হয়ত তোমারই অপেক্ষায় প্রহর গুনছিলাম । ধরনীর চেরাচুলের সিঁথি ধরে হাঁটছিলাম, নীরব স্পর্শের গন্ধ মেখে, কি জানি ! হয়ত […]