ব্রতবিলাপ-বিকাশ আদক হাঁটছি… পা ফেলে, পা রেখে চিহ্ন ধরে।আলোয় সমতলে, অন্ধকার আগুনে, নিলামে-দর্পনে ক্লোরোফিল রেখে মাটির শেকড়ে।পাঁজরে ঘূণ ধরে, বাল্মিকী জন্মায় ডানে বামে।। আল ভাঙে, উৎসব হয়, বাতব্যাধি হাতে রংজঠর পেতে নুন শুকায় ক্লান্ত সন্ধ্যায় ফিরে;সিঁড়ি ভাঙে, ভাঙে সিঁড়ি স্বপ্ন মুখ জং–রাষ্ট্র কোলকহলে শিশুটা ঘুমায় ভোরে।। আবাদের গল্প শুনছি, হাঁটছি তবু পথে!মগজাস্ত্রের নতুন সমীকরণ […]