কবিতা -শর সন্ধান বেশি দূরে নয়

শর সন্ধান বেশি দূরে নয়-বিশ্বনাথ মাঝি     অনেক যত্নে রাখা নিহিত তীর গুলিশর সন্ধানে ব্যস্ত এখনকিছু ঔদ্ধত্য আর দুঃ সাহসিকতারজবাব দিতে চায় তারা জলের ভিতর অজস্র শৈবাল জেগে উঠেছেকিছু আগাছা সমৃদ্ধ শস্যের ক্ষেতেপঙ্গ পালের মতো উড়ে এসে পড়েছে কোভিডের স্তব্ধ সতর্কতা মানুষকেগৃহবন্দি করে রেখেছিল লকডাউনেপকেটভারি মানুষজনদুর্জন হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক দুর্বিনীতপরশ্রীকাতর মানুষ বুঝে নিয়েছে সময় […]