এই কি কবিতা -মঞ্জু সরকার মৃত্যুর ডাক শুনে যাচ্ছি জীবনের শেষ কদিন- অপারেশন থিয়েটারে মেশিনের সবজে আলোয়। জীবন ও মৃত্যুর মাঝে যেটুকু অর্জন, একটা সুন্দর নাম দিলে মন্দ হয় না। যদি কবিতা বলি, আজ মৃত্যু শয্যায় শুয়ে কবিতা ছেড়ে ঘুমের দেশ, চির শান্তির দেশে যেতে ভীত হচ্ছি। ধনী দরিদ্রের সীমারেখা বিলীন যেখানে একমুঠো […]
মেঘ বৃষ্টি
মেঘ বৃষ্টি -মঞ্জু সরকার হে মেঘ, বলতে পারো, কোন যাতনায় এমন করে ঝরে পড়ো? কতো শত বুকের জ্বালা তুমি নিজের বুকে ধরো। কখনো আর্ত চিৎকার করে ওঠো। বাজ পড়ে এই পৃথ্বীতে সুরে বেসুরে কথা ফোটে নিরুদ্দেশ হয়ে যাওয়া তানপুরাতে। আঁধার করা বুক চিরে নিজেকে সাদা রেখায় ফুটিয়ে তোলো। কেন এমন কাঁদাও ছন্নছাড়া বিরহী-প্রেমিক দলে, তা […]