দিনান্তে

    দিনান্তে -মন্দিরা মিশ্র  কার্তিকের পড়ন্ত বিকেলে ‚ ব্যালকনিতে চেয়ারে বসে ‚ নিবিষ্টমনে ‚ কখনো আকাশের সুর্যাস্তের বর্ণচ্ছটা ‚ কখনোবা ‚ স্বামীর আসার পথের পানে চেয়ে আছে দামিনী | হঠাৎই একটা দামী শাল ‚ পিছন থেকে কেউ জড়িয়ে দিল দামিনীকে | একি তুমি ? কোথা দিয়ে এলে ? আমিতো তোমার পথ চেয়েই বসেছিলাম‚ আর […]