ছোটোলোক

ছোটোলোক -মলয় মালী     শ্রমিক তুমি, তুমি দরিদ্র নিম্নশ্রেনী । আমরা ঘৃণা করি তোমায়,উপহাস করি। কিন্তু মনে মনে জানি, এই যে আমার এত আড়ম্বর তোমারই জন্য। আমার ওই দালান কোঠা যাতে শুয়ে আমার প্রাণ জুড়ায় সে তো তোমারই রক্ত জল করা পরিশ্রম। এই যে গাড়ি যাতে চেপে আমি যাই দেশ বিদেশ তা তোমার পরিশ্রম। […]

জারজ

জারজ -মলয় মালী     জন্ম আমি নিয়েছি যখন, বাবা আমার আছে নিশ্চয়। সমাজ তবু করতে বিদ্রুপ, কেন আমারে জারজ কয়? কর্ণের কি দোষ ছিল মা, ফেলে দিয়েছিস নদীর জলে। কেন তবে দিয়েছিলি জন্ম, এমন নোংরা খেলার ছলে? তুই তো এখন রাজরানী মা, বাবাও সমাজের বিশিষ্ট। আমি একাই অনাথ আশ্রমে, তোদের ফেলা উচ্ছিষ্ট । সমাজ […]