-
কবিতা- পারাবত
পারাবত
-মিঠু ঘোষআমি যদি হতাম তোমার পারাবত,
তবে নিশ্চই সব কথায় দিতে আমায় মত।রাখতে আমায় শিকল দিয়ে পায়ে,
খাবার দিতে একটু খানি এগিয়ে।মাঝে মাঝে বলতে কথার বুলি,
একটু খানি খাঁচার মুখটা খুলি।ভালোবাসার কথাগুলি বলতে আমায় যে,
মনের মানুষ আছে তোমার সাজে।থাকতো সে যে দূর ঠিকানায়,
যেথায় তুমি যাবে পক্ষীরাজের ঘোড়ায়।বলতে আমায় একটু খানি দিবি করে কাজ,
পত্র খানি পৌঁছে দিয়ে আয় নারে তুই আজ।আমি তখন ছোট্ট দুটি ঠোঁটে,
চিঠি খানি আঁকড়ে আঁটে সাটে।চলে যেতাম উড়ে দূর দেশে,
যেথা রাজ কন্যা অপেক্ষায় বসে।পত্র খানি দিয়ে তার হাতে,
জানিয়ে দিতাম এসেছি রাজপুত্রের মতে।রাজকন্যা যত্ন নিয়ে আদর করে আমায়,
বলতো পাখি আবার এসো রইবো আমি আশায়।আমি তখন কথা দিতাম তাকে,
আসবো আমি তোমার মিষ্টি ডাকে। -
কবিতা- সেদিন এসেছিলে
সেদিন এসেছিলে
– মিঠু ঘোষসেদিন এসেছিলে –
নীল আকাশে বলাকার সারি দেখবে বলে,
সেদিন এসেছিলে-
শুধু নিজের একাকীত্ব দূর করবে বলে।সেদিন এসেছিলে –
শিউলি কুড়োবে বলে ভোরে,
সেদিন এসেছিলে –
তোমার অভিসারের প্রত্যাখানের তরে।সেদিন এসেছিলে –
শুধু একপলকের হাসিটুকু মনে করবে বলে,
সেদিন এসেছিলে-
শুধু আমার কবিতা শুনবে বলে।সেদিন এসেছিলে –
শুধু তোমার চিত্র খানি আঁকবো বলে,
সেদিন এসেছিলে –
রবীন্দ্র জয়ন্তী অপরাহ্নে যেখানে মোর কণ্ঠে গান শুনবে বলে,সেদিন এসেছিলে –
বসন্তের পলাশ নিয়ে আবির মাখবে বলে।সেদিন এসেছিলে –
আমার মল্লিকার বাগান দেখবে বলে,
সেদিন এসেছিলে –
দুজন একসাথে নির্জন পথে হাঁটবো বলে। -
কবিতা- প্রকৃতি
প্রকৃতি
-মিঠু ঘোষপ্রকৃতি
তুমি অপরূপ সাজে সজ্জিতা
তোমায় সবুজ শাড়িতে অসাধারণ,
কোথাও আবার রকমারি ফুলের কাজ
কোথাও আবার পর্ণ মোচীর সমাহার।প্রকৃতি
তুমি অনন্যা,
তোমায় নিয়ে কত কবির কবিতার বন্যা।
তোমার কোলে মাথা দিয়ে যাই যে ঘুমের দেশে,
সেথা দেখতে পাই সর্ষে ফুলের হলুদ ক্ষেত যেন দুলছে হেসে হেসে।প্রকৃতি
তুমি কখনও কনক প্রভায় অপরূপা,
অঘ্রানে আমন ধানে
অসাধারণ তোমার ঘ্রাণে।
ধনধান্যে গোলায় ভরে,
রূপের ডালি তোমার মন যে কাড়ে।প্রকৃতি
তুমি এত নম্রতায় কেন থাকো,
তোমার মায়া ছেড়ে কভু চলে যেতে চাই না।
তোমায় যত দেখি তত মন কাড়ে অবিরত,
প্রকৃতি তোমায় নিয়ে যেন বাঁচতে পারি সতত।