• কবিতা

    বার্তা

     বার্তা
    -মৌমিতা পাল

     

     

    একদিন বসন্তের বাতাস এসে
    বার্তা দিয়েছিল —
    ভালোবাসা এসেছে, দাঁড়িয়ে রয়েছে
    দরজায় তোমার
    বরন করে নাও ,হৃদয়ের তন্ত্রীতে।
    আমি ছিলাম আনমনে
    বুঝতে পারিনি সে কথার মানে
    অবহেলা ভরে ফিরিয়ে দিয়েছি
    সেই বার্তা রে ।
    আজ গ্রীষ্মের দাবদাহ
    কঠিন জ্বালার সাথে বার্তা দিয়েছে
    ভালোবাসা ফিরে গেছে
    অবহেলার মাপকাঠি নিয়ে সাথে
    একান্ত নির্জন গভীর অরন্যে।
    আজ বসে ভাবছি মনে
    চকিত সঙ্গোপনে
    সেদিন কেন ছিলাম আনমনে।
    বুঝি এই ভাগ্যের লিখন
    কে পারে খন্ডাতে
    দিন যায় দিন আসে
    বসন্ত শেষে গ্রীষ্ম আসে।
    তাই সবকিছু মেনে নিয়ে
    বসে থাকি নিজের মনে
    ডুবে যায় নিজ হৃদয়ের
    বেদনার বালুকাবেলায়।
    সবশেষে ভাবি মনে মনে
    আশাকে নিয়ে সাথে সঙ্গোপনে
    জীর্ণ পুরাতন বিদায় দিয়ে
    নতুন আবার আসবে ফিরে।
    চৈত্রের শেষে সূচনা হবে
    পয়লা বৈশাখের নব আড়ম্বরের ।

<p>You cannot copy content of this page</p>